কবিতায় বিশেষ অবদানের জন্য বগুড়া লেখক চক্র সম্মাননা-২০১৬ পাচ্ছেন কবি গোলাম কিবরিয়া পিনু। বুধবার সংগঠনটির সভাপতি ইসলাম রফিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বগুড়া লেখক চক্র এবছর মোট ৫টি বিষয়ে পুরস্কার দেবে। পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় গোলাম কিবরিয়া পিনু, সাংবাদিকতায় ওয়াসিকুর রহমান বেচান, লোকসাহিত্যে ড. বেলাল হোসেন, লিটল ম্যাগাজিন সম্পাদনায় আব্দুল মান্নান স্বপন (লিটল ম্যাগাজিন-ধমনি), এবং প্রকাশনায় কালিপদ সেন টিপু (প্রকাশনা সংস্থা ‘নিউজ কর্ণার’)।
বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান করে আসছে। আগামী ৭ ও ৮ অক্টোবর ২০১৬ বগুড়ায় দু’দিনব্যাপী ‘কবি সম্মেলনে’ সম্মাননাপ্রাপ্তদের ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হবে।
‘কবি সম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি মাকিদ হায়দার এবং দু’দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম।
মন্তব্য