বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০১৫ সালের স্বীকৃতি পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। সংগঠনটি এ বছর পাঁচটি বিষয়ে স্বীকৃতি পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে।
পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় আহমেদ স¦পন মাহমুদ, ছোটগল্পে নূরুননবী শান্ত, শিশু সাহিত্যে আসলাম সানী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় মনিরুল মনির (লিটল ম্যাগাজিন: খড়িমাটি) ও সাংবাদিকতায় অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার।
বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘স্বীকৃতি পুরস্কার’ দিয়ে আসছে। আগামী ১৬ অক্টোবর সংগঠনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘কবি সম্মেলনে’ সম্মাননাপ্রাপ্তদের ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেওয়া হবে।
মন্তব্য