বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে দীর্ঘ ২৮ বছর ধারণ করে আসছে বগুড়া লেখক চক্র।
কবি সম্মেলনের এবারের স্লোগান ‘উগ্রবাদের বিরুদ্ধে কবিতা’। প্রথমদিন শুক্রবার বেলা ১১টায় বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম। প্রধান অতিথি কবি মাকিদ হায়দার এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি বজলুল করিম বাহার। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম। শিশু সংগঠক কবি আব্দুল খালেকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, কবি শিক্ষাবিদ নুরুল কবির নাসিম, প্রততত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের পরিচালক মোছা. নাহিদ সুলতানা, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বিআইআইটি’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, বগুড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ খান রনি, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। উদ্বোধনী সভার পূর্বে একটি বর্ণাঢ়্য র্যালি শহর প্রদক্ষিণ করে উডবার্ন পাবলিক মিলানয়তনে শেষ হয়।
বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী কবি সম্মেলনে প্রথম দিনের ২য় অধিবেশনে ছিল স্বরচিত কবিতা পাঠ, সেমিনার, শুভেচ্ছা বক্তব্য, আবৃত্তি, পাঠকের মুখোমুখি সাহিত্য সম্পাদক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ২য় পর্বে স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহন করেন কবি গোলাম কিবরিয়া পিনু, ছড়াকার রফিকুর রশীদ, কামরুল বাহার আরিফ, মাসুদুল হক, শিবলী মোকতাদির, বেনজামিন নিয়াজি, সিরাজুদ্দৌলাহ বাহার, সুজন হাজারী, আনোয়ার কামাল, অদ্বিত্ব শাপলা, রেহেনা সুলতানা শিল্পী, চৌধুরী বাবুল বড়ুয়া, আব্দুল মান্নান স্বপন, রবু শেঠ, আনিফ রুবেদ। মাহমুদ কামালের লেখা সেমিনারের বক্তব্য রাখেন শামীম হোসেন, জয়ন্ত দেব, খৈয়াম কাদের ও আরিফ হায়দার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএফইউজে কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব সাংবাদিক জিএম সজল, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, সভাপতিত্ত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার। আবৃত্তি পর্বে আবৃত্তি করেন শরীফ মজুমদার ও রাকিবুল হাসান জুয়েল। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
দ্বিতীয় আয়োজনে থাকছে স্বরচিত কবিতা পাঠ, ‘বাংলাদেশের ছোটগল্প দায় ও পরিপ্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর প্রকাশনা মোড়ক উন্মোচন এবং বগুড়া লেখক চক্র সম্মাননা প্রদান।
মন্তব্য