‘সংস্কৃতি জনগণের সম্পদ’এই স্লোগানকে দীর্ঘ ২৮ বছর ধরে ধারণ করে আসছে বগুড়া লেখক চক্র। বাংলাদেশের ঐতিহ্যবাহি এই সাহিত্য সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বগুড়ায় শুরু হচ্ছে দুই দিনব্যাপি কবি সম্মেলন ও বইমেলা।
কবি সম্মেলনের এবারের স্লোগান ‘উগ্রবাদের বিরুদ্ধে কবিতা’। প্রথমদিন আজ শুক্রবার বেলা ১১টায় উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি মাকিদ হায়দার। বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী কবি সম্মেলনে থাকছে উদ্বোধনী সভা, আনন্দ পদযাত্রা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সেমিনার, পাঠকের মুখোমুখি সাহিত্য সম্পাদক, বাংলাদেশের ছোটগল্প নিয়ে আলোচনা, মোড়ক উন্মোচন এবং সম্মাননা প্রদান।
এবছর বগুড়া লেখক চক্র ৫টি বিষয়ে সম্মাননা প্রদান করছে। কবিতায় গোলাম কিবরিয়া পিনু, সাংবাদিকতায় ওয়াসিকুর রহমান বেচান, লোকসাহিত্যে ড. বেলাল হোসেন, লিটল ম্যাগাজিন সম্পাদনায় আব্দুল মান্নান স্বপন এবং প্রকাশনায় কালি পদ সেন টিপু।
মন্তব্য