শিশুদের টেলিভিশন অনুষ্ঠান নিয়ে বিশ্বে জনপ্রিয় প্রতিষ্ঠান ‘প্রিজুনিক্স ইন্টারন্যাশনাল’-এর ‘ইয়ুথ জুরি’ নির্বাচিত হয়েছে চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি)। এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যপী শিশুদের জন্য বিচারক হিসেবে এ বছর (২০১৬) কাজ করবে সিটিএফবি।
সিটিএফবি বাংলাদেশে শিশুদের জন্য কাজ করা একমাত্র অলাভজনক প্রতিষ্ঠান। সামাজিক দায়বদ্ধ এ প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে বাংলাদেশে শিশু ও গণমাধ্যম বিষয়ে কাজ করে আসছে। এনজিও ব্যুরোর তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানটি মূলত দেশব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে। যাত্রার শুরু থেকেই সিটিএফবি সারাদেশের শিশুদের অধিকারের বিষয়ে ভুমিকা রেখে চলছে। শিশুদের জন্য নিবেদিতপ্রাণ এ অলাভজনক প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে তোলা। আর এই লক্ষ্যে শিশুদের জন্য আলাদা একটি গণমাধ্যম গড়ে তোলার জন্য নিরলস কাজ করে চলছে প্রতিষ্ঠানটি।
সিটিএফবির ধারাবাহিক কার্যক্রমের মধ্যে রয়েছে, শিশুদের নিয়ে সংবাদ কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী, পাণ্ডুলিপি ও সংবাদ প্রতিবেদন নির্মাণ কৌশল, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ কৌশল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের অংশ হিসেবে ‘দ্য ওয়ান মিনিটস ফিল্ম’ নির্মাণ কৌশল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ‘দ্য ওয়ান মিনিটস ফিল্ম ফেস্টিভ্যাল’ ইত্যাদি।
নেদারল্যান্ডসের ‘ফ্রি প্রেস আনলিমিটেড’-এর সহযোগিতায় ‘কানাস্তারা -কিডস নিউজ নেটওয়ার্ক’ নামে শিশুদের জন্য একটি অনুষ্ঠান নির্মাণ করেছে সিটিএফবি। যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), এটিএন নিউজ এবং চ্যানেল আইতে নিয়মিত দেখানো হয়েছে।