লোক গানের কিংবদন্তি শিল্পী হাজেরা বিবির নবম মুত্যৃকাষির্কী উপলক্ষে শনিবার ‘হাজেরা বিবি ও তাঁর গান’ গ্রন্থ প্রকাশিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে বিচারগান, মুশির্দিগান ও পালাগান পরিবেশন করেন স্থানীয় লোকশিল্পীরা। শনিবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরশালিপুরে এ অনুষ্ঠানের আয়োজ করা হয়েছে।
এছাড়া, হাজেরা বিবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবি জসীমউদ্দীনের বাড়ির আঙিনায় শুক্রবার রাতে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজেরা বিবির স্মৃতিচারণ করেন দোতরাশিল্পী কানাই লাল শীলের ছেলে শিল্পী আশুতোষ শীল, নৃ-বিজ্ঞানী ড. বুলবুল আশরাফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুরের সম্পাদক সিরাজ-ই-কবীর, সাংস্কৃতিক সংগঠক চৌধুরী আনিসুর রহমান সাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেন, গ্রন্থের লেখক মফিজ ইমাম মিলন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজেরা বিবি স্মৃতি সংসদের সভাপতি শামীম আরা বেগম।
মন্তব্য