দশ তরুণ লেখক পেলেন কালের ধ্বনি স্মারক। পত্রিকাটির প্রকাশনার অর্ধযুগপূর্তি উপলক্ষে দশ তরুণকে এই স্মারক দেওয়া হয়। এই দশ তরুণ হলেন শরাফত হোসেন, কাজী বর্ণাঢ্য, জব্বার আল নাঈম, কিঙ্কর আহ্সান, মাজহার সরকার, নিলয় রফিক, শামসুল হক শামস্, রাসেল রায়হান, সৌম্য সালেক ও শামস সাইদ।
শুক্রবার সন্ধ্যায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সেন্টারে এই স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে দশ তরুণের সাহিত্যকর্ম নিয়ে পর্যালোচনা করেন দশজন আলোচক। সভাপতির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এই উৎসবের মাধ্যমে ১০ তরুণসহ এই সময়ের তরুণেরা সাহিত্যচর্চার ক্ষেত্রে আরও প্রেরণা পাবে।’ লেখকদের আড্ডার জায়গা ক্রমশ সংকুচিত হয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘সাহিত্যচর্চার জন্য আলোচনা করা দরকার। নিয়মিত সাহিত্যিক, কবিদের আড্ডা দেওয়া দরকার। যাতায়াত সমস্যা, জীবন-জীবিকার জন্য এখন আর আড্ডা হয়ে ওঠে না। আগে এটা অনেক ছিল, যা এখন নেই। ’
প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা বলেন, ‘মানুষের সৃজনশীলতার সবচেয়ে বড় অংশ কাব্য রচনা। তবে কবিতা বুঝতে চেষ্টা করে খুব বেশি লাভ নেই। কবিতা ভালো লাগে বা হৃদয় স্পর্শ করে কি না, তা দেখতে হবে।’
কথাসাহিত্যিক ও সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন বলেন, ‘আমাদের তরুণরা কর্মে-মননে তারা হয়ে উঠবে আন্তর্জাতিক চেতনার উত্তরসূরি। কোনো তরুণকে হিংসা নয় বরং সৃজনশীলতার মাধ্যমে তারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে, এটাই হতে হবে তরুণদের সাহিত্যসাধনার মূলমন্ত্র’।
আরও বক্তব্য রাখেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কালের ধ্বনির প্রধান সম্পাদক আশিক রেজা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন কালের ধ্বনি সম্পাদক ইমরান মাহফুজ।
মন্তব্য