ডি.লিট ডিগ্রি পাচ্ছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন। বাংলা সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে তাদের এই ডিগ্রি দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৬৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন- দুজনই রাবির শিক্ষার্থী। বাংলা সাহিত্যে এই দুজনের অবদান শুধু দেশেই নয়, সারাবিশ্বেই স্বীকৃত। দেশ-বিদেশ থেকে তারা নানা পুরস্কার ও পদকে ভূষিত হচ্ছেন। তাদের অবদানের স্বীকৃতি ও তাদের সফলতার উদযাপনের অংশ হিসেবে ডি.লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আগামী সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই ডিগ্রি দেওয়া হবে। হাসান আজিজুল হক ১৯৬০ সালে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। হাসান আজিজুল হক ১৯৯৯ সালে একুশে পদকে ভূষিত হন।
কথা সাহিত্যিক সেলিনা হোসেন রাবি বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৬৭ সালে বিএ এবং ১৯৬৮ সালে এমএ পাস করেন।
মন্তব্য