এবার জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন তরুণ কবি রাসেল রায়হান। ‘বিব্রত ময়ূর’ পাণ্ডুলিপির জন্য এ পুরস্কার পাচ্ছেন রাসেল। পুরস্কার হিসেবে কবি রাসেল রায়হান পাবেন ২৫ হাজার টাকা।
মার্কিন গবেষক অধ্যাপক ক্লিন্টন বি সিলি ও প্রথমা প্রকাশনের যৌথ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়।
রাসেল রায়হানের জন্ম ৬ ডিসেম্বর ১৯৮৮, বাগেরহাটে। একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি।
মন্তব্য