জীবনানন্দগবেষক ও আধুনিক বাংলা কবিতার প্রাণ কবি ভূমেন্দ্র গুহ আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইকরে রবিবার সকালে চিরদিনের জন্যে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে ৮২ বছরবয়সী এই কবি।
বিখ্যাত কবিতা পত্রিকায় ‘ময়ূখ’-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ছিলেন জীবনানন্দ দাশের শেষ দুবছরের ঘনিষ্ঠ সঙ্গীও। তাঁর অন্য কাজ হিসেবে জীবনানন্দের দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির পাঠোদ্ধার স্বীকৃত।
এই কবিগবেষক ১৯৩৩ সালের ২ অগাস্ট ভারতের মধ্যপ্রদেশের বিলাসপুরে জন্মগ্রহণকরেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সার্জারিতে এমএস করেন।
মন্তব্য