কৃত্তিবাস পুরস্কার পাচ্ছেন তরুণ কবি ইমতিয়াজ মাহমুদ। তাঁর ‘পেন্টাকল’ কাব্যের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে। একইসঙ্গে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন তাঁর ‘খেলনাবাটির দিন শেষ’ কাব্যগ্রন্থের জন্য। কৃত্তিবাসের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
পুরস্কার প্রদান করবেন শ্রী শঙ্খ ঘোষ ও শ্রী অলোকরঞ্জন দাশগুপ্ত। ৭ ফেব্রুয়ারি, বইমেলা চলাকালীন এস বি আই অডিটোরিয়ামে সন্ধে ৫.৪৫-এ কবিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। এবারও পুরস্কারের বিচারক ছিলেন সম্পাদক স্বাতী গঙ্গোপাধ্যায়, শ্রী রণজিৎ দাশ ও শ্রী মৃদুল দাশগুপ্ত।
মন্তব্য