কালি ও কলম তরুণ লেখক পুরস্কার-২০১৫ পেলেন কবি শামীম হোসেন। ‘ধানের ধাত্রী’ কাব্যগ্রন্থের জন্য শামীম হোসেন এই পুরস্কার পান। শুক্রবার বিকাল সাড়ে ৫টায়, রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অধ্যাপক আনিসুজ্জামান এই পুরস্কার তার হাতে তুলে দেন।
শামীম হোসেন ছাড়াও আরও তিনজন এ পুরস্কারের ভূষিত হন। তারা হলেন, কথাসাহিত্যে ‘ধাতব সময়’ গ্রন্থের জন্য ইমরান খান, প্রবন্ধ-গবেষণা-নাটকে ‘বাংলাদেশের পালকি ও পালকিবাহক’ গ্রন্থের জন্য রঞ্জনা বিশ্বাস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা/প্রবন্ধ বিভাগে ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থ’-এর জন্য সালেক খোকন।
বিজয়ী প্রত্যেককে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক- ২০১৫’ পদক, পুরস্কারের অর্থমূল্যের চেক (প্রতিটি ১ লক্ষ টাকা) ও শংসাপত্রন প্রদান করা হয়। পুরস্কার বিজয়ীদের উদ্দেশে শংসা বচন পাঠ করেন প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর ২ সদস্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং কবি ও অধ্যাপক মাহবুব সাদিক।