আনন শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন। শিশুসাহিত্যে বিশেষ অবদান রাখায় তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পুরস্কারের মূল্যমান হিসেবে তিনি নগদ এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে। আগামী ১২ মার্চ ২০১৬ শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে পুরস্কার দেওয়া হবে।
শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন ১৯৬১ সালের ১ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে তাঁর গ্রন্থের সংখ্যা শতাধিক হলেও ছড়াকার হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ধুত্তুরি, ঢাকা আমার ঢাকা, উপস্থিত সুধীবৃন্দ, রাজাকারের ছড়া, আহসান হাবীবের ছেলেবেলা, নিখোঁজ সংবাদ, হিজিবিজি, ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অগ্নিকিশোর, ঝন্টুপন্টুদের গোয়েন্দাগিরি, শেয়ালের পাঠশালা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, হামটি ডামটি, ১০০ রিটন, হ্যালো হুলো, বাঘের বাচ্চা, হ্যান করেংগা ত্যান করেংগা, ধিতাং ধিতাং, বাচ্চা হাতির কা- কারখানা, অনেকগুলো মামা, ইতিহাস স্যার, টোকাই আমিন টোকাই বেড়াল, জাগরণের ছড়া, লিলিপুটের ছোটভাই, টুকরো স্মৃতির মার্বেলগুলো, স্মৃতির জোনাকিরা, আমাদের ছোট নদী প্রভৃতি।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে আনন শিশুসাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। ২০১৩ সালে পেয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ, ২০১৪ সালে পেয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ ও ২০১৫ সালে পেয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আখতার হুসেন ও বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা-২০১৩ পেয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার সুকুমার বড়ুয়া ও আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা-২০১৪ পেয়েছেন বিশিষ্ট শিশুসংগঠক ও ছড়াকার মোহাম্মদ মোস্তফা।
মন্তব্য