শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় আনন ফাউন্ডেশন আয়োজিত আনন শিশুসাহিত্য আসর-এর ১৫তম আসর অনুষ্ঠিত হয়ে গেলে। আসরে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি স.ম. শামসুল আলম। আসরটি সদ্যপ্রয়াত ছড়াকার ও সাংবাদিক সৈয়দ নাজাত হোসেনের স্মরণে উৎসর্গ করা হয়। গুলশান-২-এর মিয়াভাই প্লাজায় এই আসর অনুষ্ঠিত হয়।
আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আশরাফুল আলম পিনটু এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি রেজিনা ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. তপন বাগচী, বিশিষ্ট শিশুসাহিত্যিক জাহাঙ্গীর আলম জাহান, শিশুসাহিত্যিক রহীম শাহ, কথাশিল্পী দীপু মাহমুদ প্রমুখ।
আনন ফাউন্ডেশনের শিশুসদস্য আফসানা ইসলামের দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বরচিত লেখা পাঠে অংশ নেন রিফাত নিগার শাপলা, সোহেল মল্লিক, রহীম শাহ, চন্দনকৃষ্ণ পাল, মালেক মাহমুদ, মনিরুজ্জামান পলাশ, মীর জামাল উদ্দিন, তপন বাগচী, শিবুকান্তি দাশ, হাসান রাউফুন, আহমাদ স্বাধীন, রেবেকা ইসলাম, সব্যসাচী পাহাড়ী, আহমেদ জাকির, আমিনুল ইসলাম মামুন, কাজী রহিম শাহরিয়ার, পথিক শহিদুল, আফসানা রিমি, বকুল হোসেন, জাহিদ হোসেন, খালেদা পারভীন, দীপু মাহমুদ, রীনা সরকার প্রমুখ। ছোট্ট বন্ধুদের মধ্যে লেখা পাঠ করে সুমা আক্তার, প্রতিভা দেবনাথ, মো. সজীব মিয়া, প্রিয়ন্তী দেবনাথ, মনির হোসেন, তাবাসসুম খানম তিশা, ফাহিম ইবনে ফারুক, কেয়া আক্তার, জাকিয়া আক্তার বিথী, মোনালিসা রিয়া, মার্জিয়া আক্তার কাস্তি, লামিয়া ইসলাম, নিপা রানী মজুমদার, মাহাবুবা আক্তার ইলমা, মীমতাহুল জান্নাত।
অনুষ্ঠানে সৈয়দ নাজাত হোসেন, আশরাফুল আলম পিনটু ও রেজিনা ইসলামের ছড়া-কবিতা আবৃত্তি করে শোনায় ফাউন্ডেশনের শিল্পীরা। শিশুসাহিত্য ও লেখালেখি নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক আশরাফুল আলম পিনটু। প্রধান অতিথির ভাষণে তিনি ছড়া লেখার কৌশল ও লেখালেখিতে অনুপ্রেরণা দিয়ে শিশুদের উদ্বুদ্ধ করেন। কবি রেজিনা ইসলাম তাঁর বক্তব্যে আনন ফাউন্ডেশনের কার্যক্রমকে সাধুবাদ জানান। ছড়াকার সৈয়দ নাজাত হোসেনকে নিয়ে বক্তব্য রাখেন দীপু মাহমুদ।
মন্তব্য