শুরু হলো আনন ফাউন্ডেশন আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য প্রশিক্ষণ ক্লাস। শুক্রবার (১৪ অক্টোবর ২০১৬) বিকাল ৩ টায় ফাউন্ডেশনের সভাপতি স.ম. শামসুল আলম-এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এই শিশুকল্যাণমূলক অনুষ্ঠানে দুই শতাধিক শিশু-কিশোরের উপস্থিতিতে সঙ্গীত ক্লাসের উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন, নৃত্য ক্লাসের উদ্বোধন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী আমানুল হক, চিত্রাঙ্কন ক্লাসের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী উত্তম সেন এবং আবৃত্তি ক্লাসের উদ্বোধন করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ।
সঙ্গীত ক্লাসের উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। তিনি ‘এই পদ্মা এই মেঘনা’ দেশাত্ববোধক গানটি গেয়ে শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ। এই শিশুদের সঠিক পথে পরিচালিত করতে আনন ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই।
নৃত্য ক্লাসের উদ্বোধন করতে গিয়ে আমানুল হক বলেন, আনন ফাউন্ডেশনে এসে সত্যিই আমি মুগ্ধ। তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান দাদাভাইকে। তিনি বলেন, আমি ও আনন ফাউন্ডেশনের সভাপতি দু’জনেই মেলার সঙ্গে যুক্ত ছিলাম। আমার ভাবতেই ভালো লাগছে স.ম. শামসুল আলম দাদাভাইয়ের আদর্শকে সমুন্নত রেখে শিশুদের বিকাশে কাজ করে যাচ্ছেন।
আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ বলেন, আবৃত্তি করার প্রথম শর্ত হচ্ছে সঠিক উচ্চারণ। আর বাছাই করতে হবে আবৃত্তিযোগ্য কবিতা। এই দুই যুগলেই একটি আবৃত্তি প্রাণবন্ত হয়ে ওঠে। তিনি একটি কবিতা আবৃত্তি করে আবৃত্তি ক্লাসের উদ্বোধন করেন।
চিত্রশিল্পী উত্তম সেন সাদা কাগজে রঙিন কলম দিয়ে আঁকেন শিশুর মুখ। রেখায় রেখায় যখন শিল্পী ফুটিয়ে তুলছিলেন তাঁর আঁকা ছবি তখন আনন ফাউন্ডেশনের নবাগত শিশুরা উল্লসিত হয়ে ওঠে। উত্তম সেন শিশুদের ছবি আঁকার প্রতি মনোযোগী হতে আহ্বান জানিয়ে বলেন, তোমাদের মধ্যে থেকেই একদিন বেরিয়ে আসবে জয়নুল, কামরুল আর সুলতানের মতো দেশবরেণ্য শিল্পী।
মন্তব্য