আজ ৬ অক্টোবর। আজ কথাশিল্পী শাপলা সপর্যিতার জন্মদিন। ১৯৭৪ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
মূলত কথাশিল্পী হলেও তিনি কবিতা ও গদ্যেও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রথমসারির দৈনিকের সাহিত্যপাতা থেকে শুরু করে ছোটকাগজে নিয়মিত লিখে চলেছেন তিনি। তবে এখনো তাঁর কোনো বই প্রকাশিত হয়নি।
পেশায় শিক্ষক এই লেখকের গদ্যে পাণ্ডিত্যের কোনো ছাপ নেই, আছে মুগ্ধতার প্রকাশ। যেকোনো বিষয়কে আত্মস্থ করে নিজের মতো করে ব্যাখ্যা করতে জানেন এই লেখক। এ কারণে তাঁর গদ্য পড়ে, মূল কবিতা-গল্পপাঠে পাঠকের আগ্রহ জাগে সহজে। গল্পে তিনি মানুষের প্রাত্যহিক জীবনের কথাই কেবল বর্ণনা করেন না, একইসঙ্গে অন্তর্জগতের বিষয়কেও ব্যাখ্যা করেন। তাঁর কবিতাও খুব সহজ-সরল ভাষায় বর্ণিত। তিনি নিজের এই ভাষাভঙ্গির নাম দিয়েছেন ‘দেহাতিভাষা’।
মন্তব্য