একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৮০তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের আজকের এই দিনে ( ডিসেম্বর ২৭) তিনি জন্মগ্রহণ করেন। রাবেয়া খাতুন এক সময় শিক্ষকতা করেছেন। ছিলেন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত। ইত্তেফাক, সিনেমা পত্রিকা ছাড়াও তার নিজস্ব সম্পাদনায় একসময় বের হতো ‘অঙ্গনা’ নামের একটি মহিলা মাসিক পত্রিকা।
তাঁর রচিত গ্রন্থসংখ্যা শতাধিক। এর মধ্যে রয়েছে, উপন্যাস, গবেষণাধর্মী রচনা, ছোটগল্প, ধর্মীয় কাহিনি, ভ্রমণ কাহিনি, কিশোর উপন্যাস, স্মৃতিকথা। রেডিও-টিভিতে প্রচারিত হয়েছে অসংখ্য নাটক, কথিকা ও সিরিজ নাটক। তাঁর গল্প উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে বেশ কয়েকটি। রাবেয়া খাতুন উপন্যাস লিখেছেন পঞ্চাশটিরও বেশি। এ যাবত লিখিত গল্পগুলো চার খণ্ডে প্রকাশিত। ছোটগল্প সংখ্যা চার শ’রও বেশি।
ছোটদের জন্য লেখা গল্প-উপন্যাসও সংখ্যায় কম নয়। রাবেয়া খাতুন বাংলাদেশের ভ্রমণ সাহিত্যের প্রধানতম লেখকও। ছোটগল্প দিয়ে শুরু হলেও লেখক পরিচয়ে প্রথমত তিনি ঔপন্যাসিক। প্রথম উপন্যাস ‘মধুমতী’ (১৯৬৩) প্রকাশের পরেই কথাসাহিত্যিক হিসেবে পরিচিতি পান। বেশ কিছু আত্মজৈবনিক স্মৃতিমূলক রচনা লিখেছেন। সাহিত্য চর্চার স্বীকৃতিস্বরূপ একুশে পদক ছাড়াও টিভি নাটকের জন্য টেনাশিনাস পুরস্কার (১৯৯৭), বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কার, বাংলাদেশ কালচারাল রিপোর্টাস অ্যাসোসিয়েশন মিলেনিয়াম অ্যাওয়ার্ড (২০০০), টেলিভিশন রিপোর্টাস অ্যাওয়ার্ড (২০০০)সহ অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
বরেণ্য এই কথাসাহিত্যিকের জন্মদিনে চিন্তাসূত্রের পক্ষ থেকে শুভেচ্ছা, শুভ জন্মদিন।
মন্তব্য