আজ সোমবার। ২৮ ডিসেম্বর, আজ কবি ফকির ইলিয়াসের জন্মদিন। ১৯৬২ সালের আজকের এই দিনে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, কথাশিল্পী, সাংবাদিক। প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি- লালন ও চর্চায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা তেরোটি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-‘অবরুদ্ধ বসন্তের কোরাস’, ‘বৃত্তের ব্যবচ্ছেদ’, ‘গুহার দরিয়া থেকে ভাসে সূর্যমেঘ’, ‘ছায়াদীর্ঘ সমুদ্রের গ্রাম’, ‘গৃহীত গ্রাফগদ্য’, ‘অনির্বাচিত কবিতা’। প্রবন্ধগ্রন্থ ‘কবিতার বিভাসূত্র’, গল্পগ্রন্থ ‘চৈতন্যের চাষকথা’ এবং গীতিকা সংকলন ’অনন্ত আত্মার গান’।
সাহিত্য কর্মের জন্য তিনি ‘ফোবানা সাহিত্য পুরষ্কার’ , ‘ঠিকানা শ্রেষ্ঠ গ্রন্থ পুরষ্কার’ পেয়েছেন। তিনি দ্য একাডেমি অব আমেরিকান পোয়েটস, দ্য অ্যাযমেনেস্টিটি ইন্টারন্যাশনাল, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, আমেরিকান ইমেজ প্রেস-এর সদস্য। জন্মদিন কবিকে শুভেচ্ছা। শুভ জন্মদিন।
মন্তব্য