আজ ১৭ আগস্ট, আজ কবি সরসিজ আলীমের জন্মদিন। ১৯৬৭ সালের আজকের এ দিনে তিনি ঝিনাইদহের মহেশপুরে জন্মগ্রহণ করেন। পেশায় সংবাদকর্মী। জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল সম্পাদকডটকমের সম্পাদক।
বোহেমিয়ান এ কবির এ পর্যন্ত প্রকাশিত কবিতাগ্রন্থ সাতটি। এগুলো হলো ‘পাতাটি যতই মেজাজ দেখাক’, ‘একঝাঁক পাখি ডাকাডাকি’, ‘বাঙালি আর বাউল পরান থৈথৈ জল’, ‘ঝমঝমানো’, ‘ঘোড়দৌড়’ও ‘কুমীরের ডিমবসতি’।
নিজের সম্পর্কে সরসিজ আলীম লিখেছেন, ‘আমি খুব নির্ভার থাকি, কারণ কারও ভার আমাকে বহন করতে হয় না। কোনো ভার কেউ আমাকে তুলে দেয়নি। আর আমার কাঁধ তেমন প্রশস্ত নয়। আমার পিচ্ছিল কাঁধ দেখে কারও কখনোই মনে হয়নি কোনো ভার বহন করতে সক্ষম। আমি সবসময় নুয়ে পড়ে হাঁটি বলে কাঁধের কোনো কার্যকারিতা টের পাওয়া সম্ভব হয় না। আমি যখন একটু বুক উঁচিয়ে চলার চেষ্টা করি, অপ্রয়োজনীয় মাংসের মতো কাঁধটি ঝুলে পড়ে। কেউ সেটা টের পাওয়ার আগের শার্টের কলারের মতো ঠিকঠাক করে পূর্বের অবস্থায় ফিরে গিয়ে স্বস্তি অনুভব করি। আমি যে ব্যাগটি কাঁধে তুলে নিয়েছি, সেটা সাপের খোলসের মতো পাতলা। আর ব্যাগের ভেতর যে অপ্রয়োজনীয় কাগজ-কলম-কিছু কার্ড-ভায়রাস আক্রান্ত পেনড্রাইভ আর নিজের কয়েকটি কাব্যগ্রন্থ থাকে, তার ওজন যতসামান্য। আর আমার এই যে দীর্ঘ চুল পিঠের ওপর ছড়ানো, সেটা আমার অক্ষম কাঁধটিই ঢেকে রাখার চেষ্টা।’
আজ তাঁর জন্মদিন। শুভ জন্মদিন।
মন্তব্য