আজ ৯ সেপ্টেম্বর, আজ কবি কাজী নাসির মামুনের জন্মদিন। ১৯৭৩ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
পেশায় শিক্ষক এই কবির পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থসংখ্যা মাত্র দুই। এগুলো হলো: ‘লখিন্দরের গান’ ও ‘অশ্রুপার্বণ’। প্রকরণের বিশুদ্ধতা, আঙ্গিকের বৈচিত্র্য, ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে তাঁর কবিতার সৃষ্টি। থাকেন কোলাহল-হলাহলমুখর ঢাকার বাইরে তাঁর জন্মস্থান প্রকৃতির লীলাভূমি ময়মনসিংহে।
কবিতার পাশাপাশি তিনি বেশ কিছু প্রবন্ধও রচনা করেছেন। তবে এখনো কোনো প্রবন্ধের বই প্রকাশিত হয়নি। নিজে ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, বর্তমানে একই বিষয়ে অধ্যাপনা করছেন। হয়তো একারণে তাঁর কবিতায় দেশের মৃত্তিকার ঘ্রাণ যেমন পাওয়া যায়, তেমনি মেলে আন্তর্জাতিক পরিমণ্ডলের স্পর্শও। আজ তাঁর জন্মদিন। কবিকে জন্মদিনের শুভেচ্ছা।
মন্তব্য