আজ ৩ ফেব্রুয়ারি, আজ কবি আহমেদ স্বপন মাহমুদের জন্মদিন। ১৯৬৬ সালের আজকের এই দিনি তিনি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যাল থেকে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশা শুরু করেন প্রকাশনা সংস্থায়। অধ্যাপনায় যুক্ত ছিলেন পাঁচ বছরেরও বেশি সময়। কাজ করেছেন আন্তর্জাতিক সংস্থায় শিক্ষা ও নীতি গবেষণায়। বর্তমানে একটি গবেষণা সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী।
পুঁজিতান্ত্রিক বিশ্বায়ন ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সামাজিক আন্দোলন ও নীতিপ্রক্রিয়ায় নেতৃত্বের ভূমিকা পালন করেছেন।
প্রথম লেখা দেয়াল পত্রিকায়। হাট থেকে গণ চাঁদা তুলে লিটলম্যাগ করেন স্কুলে পড়ার সময়। তাঁর প্রকাশিত কাব্যগন্থের মধ্যে রয়েছে―অতিক্রমণের রেখা, সকল বিকেল আমাদের অধিকারে আছে, অবিচল ডানার উত্থান, আদিপৃথিবীর গান, আগুন ও সমুদ্রের দিকে, আনন্দবাড়ি অথবা রাতের কঙ্কাল, প্রেম, মৃত্যু ও সর্বনাম, অতিক্রমণের রেখা নির্বাচিত কবিতা, ভূখণ্ডে কেঁপে ওঠে মৃত ঘোড়ার কেশর, রাজার পোশাক, অনেক উঁচুতে পানশালা, দাহকাব্য।