আজ ২৫ জুন, আজ কবি আবু হাসান শাহরিয়ারের জন্মদিন। ১৯৫৯ সালের আজকের এইদিনি তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাবিদ মুহাম্মদ সিরাজউদ্দীন ও লেখিক রাবেয়া সিরাজ-এর একমাত্র পুত্র।
তাঁর শৈশব কেটেছে ময়মনসিংহ, কুমিল্লা ও ঢাকা শহরে। ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাসের পর চিকিৎসক হওয়ার ইচ্ছায় ১৯৭০-এর শেষভাগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসাশাস্ত্র তাঁকে বেশি দিন আকর্ষণ করে রাখতে পারেনি। তিনি এক বছর পড়ার পর সেখানে ইস্তফা দেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন।
পেশাগত জীবনে তিনি একসময় বেক্সিমকোগ্রুপ প্রতিষ্ঠিত দৈনিক মুক্তকণ্ঠের সাহিত্য সম্পাদক ছিলেন। এরপর দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘকাল সাহিত্য সম্পাদকসহ বিভিন্ন পদে কাজ করেছেন। ২০১২ সালে দৈনিক আমাদের সময় পত্রিকায় সম্পাদক পদে যোগ দেন। দুবছর চাকরি করার পর সেখানেও তিনি ইস্তফা দেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অন্তহীন মায়াবী ভ্রমণ (১৯৮৬); অব্যর্থ আঙুল (১৯৯০); তোমার কাছে যাই না তবে যাব (১৯৯৬); একলব্যের পুনরুত্থান(১৯৯৯); নিরন্তরের ষষ্ঠীপদী (১৯৯৯); এ বছর পাখিবন্যা হবে (২০০০); ফিরে আসা হরপ্পার চাঁদ (২০০১); হাটে গেছে জড়বস্তুবাদ (২০০৩); সে থাকে বিস্তর মনে বিশদ পরানে (২০০৪); বালিকা আশ্রম (২০০৫)।
মন্তব্য