আজ ১৭ সেপ্টেম্বর, আজ কবি ও কথাশিল্পী দীলতাজ রহমানের জন্মদিন। ১৯৬২ সালের আজকের এই তিনি জন্মগ্রহণ করেন।
দীলতাজ রহমান গল্পে মানুষের দৈনন্দিন জীবনের কথা বলেন, প্রকাশ করেন ব্যক্তির অন্তর্জগতের বহুকৌণিক বিষয়। তার গল্পের ভাষা সহজ-সরল, বর্ণনা ভঙ্গিও। এ কারণে পাঠক সহজেই তার গল্পের ভেতরে পৌঁছে যেতে পারেন। কবিতাও স্বভাবসুলভ ভঙ্গিতে রচনা করেন। আর শিশু সাহিত্যে তিনি তুলে আনেন শিশু মনের অলিগলির নানা রহস্য।
দীলতাজ রহমানের এই পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫। উল্লেখযোগ্য ছোটগল্পের বইগুলো হলো: ‘ফেরার ঘর নেই’, ‘মেঘের মেয়েরা’, ‘বৃত্তভাঙা আয়তন’, ‘গহীন দূরত্ব’, ‘বহুকৌণিক আলোর সংঘাতে’, ‘ধূসর আঁচলে চাবি’, ‘নীলকণ্ঠ নাগ’ ও ‘গল্প সমগ্র-১’। উল্লেখযোগ্য কবিতার বইগুলো হলো: ‘এ মাটি শেখ মুজিবের বুক’, ‘আশ্চর্য সর্বনাশ’, ‘সবুজের সাথে সখ্য’, ‘এ গোলাপ তোমার জন্য’, ‘পারিজাত অপরাজিতা’, ‘ওই দুটি চোখ আমার হারিয়ে যাওয়ার ঠিকানা’, ‘জনকের প্রতিচ্ছবি’। শিশুতোষ বইগুলো হলো: ‘পটলের হারিয়ে যাওয়া’, ‘মা আমার চোখের আলো’, ‘ভালো ভূত’, ‘একটি পাখির ডাকে’, ‘সোনার মেয়ে করিমন’ প্রভৃতি।