আজ ২৯ ডিসেম্বর, কবি আমিনুল ইসলামের জন্মদিন। তিনি কবিতার পাশাপাশি কবিতাবিষয়ক গদ্য ও নজরুল সংগীতের পাঠোদ্ধারমূলক গদ্য লিখে ইতোমধ্যে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কবিতায় তিনি দেশ ও মানুষের জয়গান গেয়েছেন। সহজ-সরল ভাষায় নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন।
তাঁর এ পর্যন্ত প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো ‘মহানন্দা এক সোনালি নদীর নাম’, ‘শেষ হেমন্তের জোছনা’, ‘কুয়াশার বর্ণমালা’, ‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি’, ‘স্বপ্নের হালখাতা’ ‘শরতের ট্রেন শ্রাবণের লাগেজ’, ‘জোছনার রাত বেদনার বেহালা’, ‘কবিতাসমগ্র’, ‘বিশ্বায়ন বাংলা কবিতা ও অন্যান্য প্রবন্ধ’।
আমিনুল ইসলাম ১৯৬৩ সালের ২৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। কবিকে জন্মদিনের শুভেচ্ছা—শুভজন্মদিন।
মন্তব্য