আজ ২৬ ডিসেম্বর, আজ কবি ও ছোটকাগজ সম্পাদক আবু মকসুদের জন্মদিন। তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি: ক্রমাগত ঘুমের উনুন, দূরতর গ্রহজীবন, মৃত্তিকার মেঘলা ভ্রমণ প্রভৃতি। এছাড়া সম্পাদনা করেছেন, তৃতীয় বাংলার নির্বাচিত কবি ও কবিতা ও শিল্পসাহিত্য বিষয়ক ছোটকাগজ শব্দপাঠ। সমালোচকের ভাষায়: ‘একজন কবি বলতে যা বোঝায় আবু মকসুদ তারই প্রকৃষ্ট উদাহরণ। রুচি ও ভাবনায় একজন পূর্ণাঙ্গ সচেতন আন্তর্জাতিক মানুষ বলেই এভাবে আমিত্বকে অনায়াসে দূরে রাখতে পেরেছেন মকসুদ। সন্দেহ নেই, এটি একজন কবির বড় সাফল্য, যা মকসুদ অর্জন করেছেন প্রজ্ঞাদীপ্ত মননশীলতার নিরলস চর্চার মধ্য দিয়ে। ফলে তার কবিতা হয়ে ওঠে সব বোদ্ধাপাঠকের কবিতা। ভাবনার সঙ্গে ভাবনাকে নিপুন দর্জির মতো সেলাই দিয়ে মকসুদ চমৎকার এক শব্দের নকশীকাঁথা তৈরি করেন তার কবিতায়।’ আজ তার জন্মদিন। জন্মদিনে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
মন্তব্য