জীবনানন্দ গবেষক হিসেবে ভূমেন্দ্র গুহের স্বাতন্ত্র্য অনস্বীকার্য বলে মনে করেন দেশের বিশিষ্ট কবি, কবিতা প্রেমী ও সমালোচকেরা। তাদের বলেন, জীবনানন্দ দাশকে এক সময় মনে করা হতো রাজনৈতিক সচেতন কবি নন। কিন্তু সেই ভুল ভাঙিয়ে দিয়েছেন ভূমেন্দ্র গুহ। তিনি জীবনানন্দকে বিশেষভাবে তুলে ধরেছেন। এ কারণে ভূমেন্দ্র গুহকে বলা যায় অপ্রতিরোধ্য জীবনানন্দ গবেষক। শনিবার চট্টগ্রামে (১ জানুয়ারি) ছোটপত্রিকা ‘খড়িমাটি’ আয়োজিত সদ্য প্রয়াত কবি ও জীবনানন্দ গবেষক ভূমেন্দ্র গুহ স্মরণে ‘আয়না ও অন্ধকারে দীর্ঘশ্বাস’ শীর্ষক স্মরণানুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিকতার বাইরে বেরিয়ে একেবারে প্রত্ন উদ্ধারের মতো জীবনানন্দ দাশকে ভূমেন্দ্র গুহ তুলে আনেন। শত শত লাইন পড়ে পড়ে খুঁড়ে বের করে আনেন ভিন্ন ও অনন্য জীবনানন্দকে। সেই আলেখ্য, জীবনানন্দ প্রমাণ বহন করে।’
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কবি অভীক ওসমান, খালেদ হামিদী, মুহাম্মাদ আমানুল্লাহ, মোজাম্মেল মাহমুদ, ভাগ্যধন বড়ুয়া, আজিজ কাজল, উজ্জ্বল বড়ুয়া, প্রাবন্ধিক ও গবেষক আহমেদ মাওলা, চৌধুরী শাহজাহান, সালেহা নারগিস ও কবি আলী প্রয়াস।
স্বাধীনতার পুঁথি পড়ে শোনান প্রাবন্ধিক ও গবেষক আজাদ বুলবুল। কবি ও সম্পাদক মনিরুল মনিরের উপস্থাপনায় জীবনানন্দ দাশের কবিতা পড়ে শোনান আবৃত্তিশিল্পী ফারুক তাহের ও প্রণব চৌধুরী।
উল্লেখ্য, ভূমেন্দ্র গুহ গত ২০ ডিসেম্বর ২০১৫ মৃত্যু বরণ