আগামী ২১ অক্টোবর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে গঙ্গা যমুনা নাট্যোৎসব। উদ্বোধনী দিনে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে সন্ধ্যা ৭ টায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের নন্দিত প্রযোজনা সৈয়দ শামসুল হকের কাব্যনাটক ‘ঈর্ষা’। নির্দেশনায় অনন্ত হিরা। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা।
কাব্যনাটক ‘ঈর্ষা’র গল্প জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব সংঘাতে মুখর। আছে শিল্পের সঙ্গে শিল্পের দ্বন্দ্ব শিল্পীর সঙ্গে শিল্পীর দ্বন্দ্বও। ‘অবরুদ্ধ শৃঙ্খলিত যেখানে স্বদেশ, রঙ তুলি কাগজ সব অর্থহীন। বাড়িতে ডাকাত যদি পড়ে, বেহালা যে বাজায় তাকেও বল্লম হাতে তুলে নিতে হয়। অথবা বেঘোরে প্রাণ দিতে হয়- নর্দমায় বেহালা গড়ায়’। এ রকম অনেক তত্ত্বকথায় পরিপূর্ণ কথনে বিমুগ্ধ হবে দর্শক। ১ ঘণ্টা ৫০ মিনিটের এই নাটকের তিনটি দৃশ্যে রয়েছে মাত্র ৭টি সংলাপ। নাটকটির সবচেয়ে বড় সংলাপ ৩৬ মিনিটের। ছোট সংলাপ ১৬ মিনিটের।
মন্তব্য