আর্থসামাজিক ও রাজনৈতিক পাক্ষিক ‘মত ও পথ’ সম্মাননা পেলেন জাদুশিল্পী জুয়েল আইচ। রবিবার বিকেলে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। একইসঙ্গে পশ্চিমবঙ্গের কবি বিপ্লব মাজীকেও এই সম্মাননা জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী, নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম। অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আবু হাসান শাহরিয়ার।
অনুভূতি প্রকাশ করে জুয়েল আইচ বলেন, পুরস্কারটি পেয়ে মনে হলো, আমি যা পাওয়ার নই, তাই পেলাম। তবু যে ‘মত ও পথ’ মনে করেছে, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা থাকল।
পুরস্কার প্রদান শেষে বৈশাখী কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। রহমান হেনরীর সঞ্চালনায় কবিতা পাঠ করেন, হেলাল হাফিজ, হাবীবুল্লাহ সিরাজী, বিপ্লব মাজী, আবু হাসান শাহরিয়ার, নুরুন্নাহার শিরীন, রহমান হেনরী, রনজু রাইম, যাকির সাইদ, মোস্তাফিজ কারিগর, রিঙ্কু অনিমিখ, ফিরোজ আহমেদ, হেলাল উদ্দিন, দেবতনু মাজী, শামীম হোসেন, রাসেল রায়হান প্রমুখ।
মন্তব্য