বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক শান্তনু কায়সার আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তিনি ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
কথাসাহিত্যিক অধ্যাপক শান্তনু কায়সার ১৯৫০ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন কুমিল্লা বর্তমান চাঁদপুর জেলার ফরিদপুর উপজেলার সাচানামেঘ গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪৫টি।
সাহিত্যে অবদানের জন্য শান্তনু কায়সার বাংলা একাডেমি পুরস্কার, প্রত্যাশা (সাহিত্য) পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পুরস্কার পেয়েছেন।
মন্তব্য