আজ ২৫ সেপ্টেম্বর, আজ কবি নাজমুল হক নজীরের জন্মদিন। ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকেও যেকোনো কবি নিজস্বতা নিয়ে কবিতা লিখতে পারেন নাজমুল হক নজীর সেটা মনে রেখেছিলেন।
এ পর্যন্ত কবির ৮টি কাব্যগ্রন্থ, ৩টি ছড়াগ্রন্থ, ১টি ইতিহাস গ্রন্থ, ১টি সম্পাদিত গ্রন্থ, নির্বাচিত কবিতা ও কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো ‘নোনা জলের বাসিন্দা’. ‘রিণী স্বদেশ’, ‘কালো জোৎস্নার এক চুমুক’, ‘কার কাছে বলে যাই’, ‘যুরে দাঁড়াই স্বপ্ন পুরুষ’, ‘স্বপ্ন বাড়ি অবিরাম’ প্রভৃতি।
কবিতায় অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহাম্মদ মঈনউদ্দিন সাহিত্য পুরস্কার, কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক, শ্রী হরিদর্শন পুরস্কার ও ভারত থেকে রাহিলা সাহিত্য পুরস্কার প্রভৃতি।
মন্তব্য