আজ ১৩ ডিসেম্বর, আজ কবি-সাংবাদিক চন্দন চৌধুরীর জন্মদিন। ১৯৭৫ সালের আজকের এই দিনে কুমিল্লার, হোমনা উপজেলার ঘাগটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
এ পর্যন্ত প্রকাশিত তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: যাবে হে মাঝি দিকশূন্যপুর, লাল কাঁকড়ার নদী, কাকের ভাস্কর্য, হাসির দেবতা, মা-পাখি ম্যানিয়া, অক্সিজেনের গান, কন্যা কালীদহ, পাণ্ডবজন্ম, ঢাকা সিরিজ। ছোটগল্প: আয়নাপাথর। উপন্যাসিকা: নীলতোয়া জোনাকি। শিশুতোষ গল্প: গোল্ডফিশ ও একটি প্রজাপতি, শহরজুড়ে বাঘ-ভালুকের মিছিল, হ্যালো ফড়িংমিয়া, দুষ্টুরা দশ মিনিট আগে, ভূতের বাচ্চাটা ক্লাসে এলে কাঁদে, সাত রঙের ভাই বোন। শিশুতোষ ছড়া: লাল ফড়িঙের বৌ।
অনুবাদ: যাযাবর (মূল- কাহ্লিল জিবরান), গহীনে গোপনে (মূল- কাহ্লিল জিবরান, যৌথ), আরব বিশ্বের কবিতা, নতুন ডানার উড়াল (পৃথিবীর তরুণ কবিদের কবিতা)।
সম্পাদনা: শূন্য দশকের গল্প, মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধের ছড়া, একুশের ছড়া, একুশের কবিতা।
জীবনীমূলক: বীরশ্রেষ্ঠ (ছোটদের), মাদার তেরেসা (ছোটদের), বিশ্বজয়ী বাংলাদেশি।
জন্মদিনে কবিকে শুভেচ্ছা।
মন্তব্য