আজ ২০ অক্টোবর, আজ কবি খালেদ হোসাইনের জন্মদিন। ১৯৬৪ সালের আজকের এই দিনে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজেলপুরে জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ইলা মিত্র ও অন্যান্য কবিতা, শিকার-যাত্রার আয়োজন, জলছবির ক্যানভাস, পাতাদের সংসার, এক দুপুরের ঢেউ, পায়ের তলায় এসে দাঁড়িয়েছে পথ, চিরকাল আমি এখানে ছিলাম। প্রবন্ধগ্রন্থ: মীর মশাররফ হোসেন: জীবন ও পরিবেশ, আধুনিক বাংলা সাহিত্য প্রসঙ্গ, মীর মশাররফ হোসেনের ‘জমীদার দর্পণ’: বিষয় ও শৈলী। গল্পগ্রন্থ: চিড়িয়াখানা। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন আবুল হাসান স্মৃতি পুরস্কার ১৯৮৮, শ্রুতি সম্মাননা ২০১২।
মন্তব্য