আজ ৭ এপ্রিল, আজ কবি ইসমত শিল্পীর জন্মদিন। ১৯৭০ সালের আজকের এই দিনে তিনি মেহেরপুরের জেলার গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
ইসমত শিল্পী বাংলাভাষা ও সাহিত্যে বিএ (অনার্স) এবং একই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।
কবিতা লেখেন ছোটবেলা থেকে। মেহেরপুরের সাপ্তাহিক পরিচয়ে ১৯৮৫ সালে প্রথম কবিতা প্রকাশিত হয়।
১৯৯০ এর স্বৈরাচার আন্দোলনের সময় সম্পাদনা করেছেন আন্দোলনের কবিতা নিয়ে ‘দংশন’ সাহিত্য পত্রিকাসহ একাধিক ছোটকাগজ।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘নীলকণ্ঠ নীল সরোবরে’, ‘অন্য কক্ষপথে’, ‘এবং ঈশ্বর’ ও ‘কর্পুরের ঘ্রাণ’ ।
মন্তব্য