ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আজ (শুক্রবার ৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় লোকসংগীত পরিবেশন করবেন অণিমা মুক্তি গোমেজ। গুলশান-১-এর ২৪ নম্বর রাস্তার ৩৫ নম্বর বাড়িতে হতে যাওয়া এই সঙ্গীতসন্ধ্যা সবার জন্য উন্মুক্ত।
সংগীতে অনিমা রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস, শিক্ষায় এমএড ডিগ্রি ছাড়াও সঙ্গীতে এমমিউজ ডিগ্রি রয়েছে তাঁর। বাংলাদেশ বেতার, বাংলাদেশে টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদ, তারা মিউজিক অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত অনিমা। এ ছাড়া ‘বাস্তব’ নামের এনজিও’র প্রতিষ্ঠাতা সদস্য। সঙ্গীতে অবদানের জন্য অর্জন করেছেন বেশকিছু পুরস্কার। এর মধ্যে রয়েছে মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা কালচারাল রিপোর্টার ইউনিটি ও ত্রিপুরা ফোক একাডেমির স্বীকৃতি।
অণিমা মুক্তি বিদেশের বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন। উজবেকিস্তানের ‘সেভেনথ ইন্টারন্যাশনাল মিউজিকেল ফেস্টিভ্যাল’-এ ৭০টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেন তিনি। এ ছাড়া মিলানের ‘এক্সপো ২০১৫’, যুক্তরাষ্ট্রের ‘ফোবানা ২০১৫’, কলকাতার ‘আব্বাস মেলা’ এবং অনুপ ঘোষালের সঙ্গে নিউইয়র্কের ‘বাংলাদেশ-ইন্দো কালচারাল ইভিনিং’-এ অংশ নেন।
বেশ কিছু একক ও দ্বৈত অ্যালবাম রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে ‘ইছামতির তীরে’, ‘আমায় এত রাতে কেন ডাক দিলি’, ‘মনের মানুষ’ ও ‘সাগর কূলের নাইয়া’। আজকের অনুষ্ঠানে তিনি ভাওয়াইয়া ও ভাটিয়ালীর পাশাপাপাশি লালন সাঁই, হাসন রাজা, রাধারমণ দত্ত, বিজয় সরকার, জসীমউদ্দীন, শাহ আবদুল করিমের গান পরিবেশন করবেন।
মন্তব্য