আজ ২৫ ডিসেম্বর, আজ কবি-গীতিকার-কথাকার আনিফ রুবেদের জন্মদিন। ১৯৮০ সালের আজকের এই দিনে তিনি চাঁপাইনবাবগঞ্জের চামাগ্রামের বারঘরিয়ায় জন্মগ্রহণ করেন।
কৈশোরকাল থেকেই তার সাহিত্যচর্চা শুরু। তার লেখার বিষয় বিচিত্র। গল্পে তিনি কেবল কাহিনিই বর্ণনা করেন না, একেকটি কাহিনি ও এর সঙ্গে সম্পৃক্ত পরিবেশ, কাল ও চরিত্রও গভীর মনোযোগ ও মনীষার সঙ্গে সৃজন করেন। গল্পে যেমন বিপুল কল্পনার আশ্রয় নেন, তেমনি বাস্তব থেকে গ্রহণ করে সুপ্রচুর ঋণ। এভাবে তার গল্প হয়ে ওঠে কল্পনা-অভিজ্ঞতার সম্মিলনের পরাবাস্তব। কবিতায়ও তিনি কথা বলেন, দীর্ঘ জীবনের, সুদীর্ঘ সামাজিকতার। তিনি গল্প ও কবিতার প্রকরণ-আঙ্গিকের ক্ষেত্রে নিরীক্ষাপ্রবণ। এই পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থসংখ্যা তিন। এগুলো হলো: ‘পৃথিবীর মৃত্যুদণ্ডপত্র’, ‘মন ও শরীরের গন্ধ’ ও ‘এসো মহাকালে মাদুরে শুয়ে পড়ি’।
মন্তব্য