লেখা
নদীর কথা মনের কথা
সবুজ ঘেরা বনের কথা
আছে নানান বিষয়
পাখির যতো গানকে নিয়ে
লিখবো ছড়া ছন্দ দিয়ে
আজকে নাহয়।
আকাশ জুড়ে তারার মেলা
ভাবতে বসি সন্ধ্যাবেলা
লেখাই এখন কাজ
কিন্তু আমার ভাবনাগুলো
দূর আকাশে হারিয়ে গেলো
হয়নি লেখাও আজ।
স্বপ্নবাড়ি
আমি হলাম তেমন কবিÑ
ছন্দ দিয়ে আঁকতে পারি
বাংলাদেশের ছবি।
আমি যেমন আঁকতে পারি
লাল-সবুজের এই পতাকা
বাংলা মায়ের মধুর হাসি
আমি তেমন লিখতে পারি
বুকের ভেতর স্বপ্ন আঁকা
লুকিয়ে রাখা ভাবানরাশি।
আমি তেমন লিখতে পারি
দেশের কথা কাব্যগাথা
বাংলা আমার স্বপ্নবাড়ি
খুব যতনে রাখতে পারি
যেমন মায়ের আঁচল পাতা
স্বপ্ন দেবে আকাশ পাড়ি।
আলোকধারা
ঝিঁঝির গানে রাত্রি মুখর
উঠলো জমে জোনাক এলে
ভালোলাগার আবেশ নিয়ে
জোনাক দিলো আলোক জে¦লে।
চাঁদের আলো ছড়িয়ে পড়ে
বনবনানীর প্রান্তজুড়ে
হারিয়ে যায় মনটি যে তাই
স্বপ্নলোকের অচিনপুরে।
মায়ার চাদর বিছিয়ে দেয়
এমন রাতের আলোকধারা
বুকের মাঝে খুব গোপনে
স্বপ্নগুলো দিচ্ছে নাড়া।