১.
তুমি আমার দুঃখ নিয়ে
অনেক অপমান করেছ
ভালোবাসার কথা বলে
হাজার ব্যথা দান করেছ ॥
আমি কি আর তেমন মাটি
অতটা চাপ সইতে পারি
মনে আমার নেই অত বল
ব্যথার বোঝা বইতে পারি
সেই আমাকে নিয়ে তুমি
মনের সুখে গান করেছ॥
বহন করা যায় না দহন
সেই কথা কি কইতে পারি
একটি জীবন সীবন করে
আর কতকাল রইতে পারি
বুকের যত ভালোবাসা
ভেঙে তা খানখান করেছ॥
২.
বানের জলে ডুবলে দুকূল
নদী হারায় কূল
কোন কূলে আর ফুটবে তখন
সাদা কাশের ফুল॥
ভাঙলে সাধের ভালোবাসা
যায় রে ভেঙে মন
একটি মনের জন্য কাঁদা
সারাটি জীবন
সব হারানোর কষ্টে তখন
হারায় সুখের মূল॥
ঘরবাড়িতে লাগলে আগুন
দেখে পাড়ার লোক
কেউ দেখে না বুকের পোড়ায়
কত দুখের শোক
চোখের জলের সাক্ষী তখন
থাকে কেবল ভুল॥
৩.
না-বুঝে না-শুনে ভুল করে ফুল
দিয়েছি তোমার হাতে
ধরে নাও, যদি ভালোবেসে ফেলি
কত ক্ষতি হবে তাতে?
আমি কি বুঝি না ভুলের মাশুল
দিতে হয় কেঁদে কেঁদে
এই ফালগুনে না হয় পাব না
সময় রাখিনি বেঁধে
হাজার বছর থাকব না হয়
তোমার অপেক্ষাতে
কত ক্ষতি হবে তাতে?
তুমি কি বোঝো না প্রাণের ইশারা
কত প্রাণে দেয় সাড়া
কত টানে জাগে এই ভালোবাসা
কতজন দিশেহারা
তোমার হৃদয়ে তুলব জোয়ার
হৃদয়ের বন্যাতে
কত ক্ষতি হবে তাতে?
৪.
এই দুচোখের বৃষ্টি এমন
দৃষ্টি পড়ে না কারো
অন্ধকারের অশ্রু-সাগর
তুমিও ডিঙাতে পারো॥
কী ব্যথায় কত কষ্ট সৃষ্টি হয়
সুখী মানুষের সে-কথা জানার নয়
বেশি সুখ পেতে মুখে রেখে হাসি
দাও ব্যথা দাও আরো॥
ভাঙলে দুকূল মাঝ-নদী প্রিয় হয়
আশ্রয়ী ঢেউ জীবনের কথা কয়
ঢেউয়ের হৃদয়ে কত স্মৃতি মাখি
নিজেকে বলি না হারো॥