মা যে আমার
মা যে আমার সকাল বিকাল
মা যে আমার রাত
মা যে আমার সত্য বলার
নিত্য আশীর্বাদ।
মা যে আমার কথা বলার
প্রথম দিনের সাথি
মা যে আমার চলার পথে
হাজার তারার বাতি।
মা যে আমার ছড়ার খাতা
মাযে আমার গদ্য
মা কে দেখে লিখতে পারি
হাজার রকম পদ্য।
মা যে আমার আকাশ বাতাস
মা যে আমার শেষ
মা যে আমার স্বপ্নে দেখা
সোনার বাংলাদেশ।
বাবা তোমার জন্য
বাবা তোমার জন্য আমার
আকাশভরা তারা
বাবা তোমার জন্য আমি
গর্বে আত্মহারা।
বাবা তোমার জন্য আমার
মন খারাপের কারণ
উল্টা পথে চলতে গেলে
করতো শুধু বারণ।
বাবা তোমার কাছে আমার
অনেক বেশি ঋণ
বাবা তুমি থাকলে পাশে
বেশ কেটে যায় দিন।
বাবা তুমি সত্য আলো
পবিত্র এক নাম
বাবা বাবা শব্দ দুটির
অনেক বেশি দাম।
বাবা তোমার জন্য আমার
এক পৃথিবীর সুখ
বাবা তুমি আমার কাছে
আদর্শ এক মুখ।
বর্ষা এলে
বর্ষা এলে খোকা খুকি
দল বেধে যায় দূরে
ছন্নছাড়া পাখির মত
বেড়ায় ঘুরে ঘুরে।
টাপুর টুপুর ছন্দ নিয়ে
বৃষ্টি পড়ে চালে
বৃষ্টি পড়ে বর্ষা কালে
বৃষ্টি পড়ে খালে।
বৃষ্টি পড়ে উঠানজুড়ে
হাঁটু সমান জল
বৃষ্টি পড়ে ফুল বাগানে
ভেজে ফুলের দল।
বর্ষা কালে বৃষ্টি এলে
ব্যাঙের বসে মেলা
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
যায় যে কেটে বেলা।