মা
শীত এলেই পিঠা পুলির
যায় পড়ে যায় ধুম
মায়ের হাতের পিঠা খেতে
হারায় চোখের ঘুম
কিন্তু আমার মামণি নেই
নেই খাবারের ধুম
রাত্রি এলে ঘুম পাড়াতে
দেয় না-তো কেউ চুম
ঘুমাই যখন স্বপ্ন দেখি
মা যেন এক চাঁদ
আলতো করে ছুঁয়ে যেতে
ভীষণ জাগে সাধ।
আঁকতে শেখার শখ
নতুন করে আঁকতে শিখে
চাঁদ হয়ে যায় কোণ
রঙ-তুলিতে রিমঝিমের যে
পড়ে থাকে মন
নদীর ছবি আঁকতে গিয়ে
এঁকে ফেলে ঘর
তবু রিমের মনোযোগে
হয় না নড়চড়
একদা সে পরী ভেবে
একটা আঁকে ভূত
দাঁত কেলিয়ে ভূতটা বলে
খেলবি রে কুতকুত?
বন্ধু
দুপুর বেলা মামণিটা
ঘুমিয়ে যাবার পরে
মনটা নাফুর কিছুতেই যে
রইতো না আর ঘরে
চুপিচুপি জানলা খুলে
তাকায় তখন দূরে
একটি দোয়েল শিষ দিয়ে সে
ডাকতো মধুর সুরে
খুব সহজে তারা দুজন
বন্ধু হয়ে যায় যে
পাখির সাথে মনটা খুলে
মনের কথা কয় যে।
মন্তব্য