চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২১ প্রদান করা হলো। ৩ ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হলো। পুরস্কারপ্রাপ্তরা হলেন, প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুমা মোদক। শুক্রবার (২১ জানুয়ারি) গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে ‘ইনশা অ্যাগ্রো অ্যান্ড রিসার্চ সেন্টারে’ আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে পুরস্কারের ক্রেস্ট, সম্মাননা সনদ, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি কবি-প্রাবন্ধিক-গীতিকার-মুক্তিযোদ্ধা আবিদ আনোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট গবেষক বিলু কবির। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান। স্বাগত বক্তব্য রাখেন ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২১’-এর সদস্য সচিব ও নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসরাফিল হোসেন। সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও নর্দান বিশ্বদ্যিালয়ের শিক্ষক শারমিন সুলতানা তন্বী ও আবৃত্তিকার ইকবাল আহমেদ নিশাত।একজন শিক্ষার্থীকে বই উপহার তুলে দিচ্ছেন কবি আবিদ আনোয়ার। পাশে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার কমিটির সদস্য সচিব, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসরাফিল হোসেন।
চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে সভাপতির ভাষণ দিচ্ছেন গবেষক বিলু কবির
একজন শিক্ষার্থীকে সুকান্ত সমগ্র উপহার দিচ্ছেন কবি আবিদ আনোয়ার। শিক্ষার্থীর বাম পাশে অনুষ্ঠানের উপস্থাপক শারমিন সুলতানা তন্বী ও ইকবাল আহমেদ নিশাত।
চিন্তাসূত্র পুরস্কারজয়ী অনীক মাহমুদ, মাহমুদ কামাল ও রুমা মোদক।
পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরুর পূর্বমুহূর্তে উপস্থাপক শারমিন সুলতানা তন্বী ও ইকবাল আহমেদ নিশাত।
দিনব্যাপী অনুষ্ঠানের এক ফাঁকে অনীক মাহমুদ, ইসরাফিল হোসেন ও শারমিন সুলতানা তন্বী।
কবি আবিদ আনোয়ার ও প্রাবন্ধিক-গবেষক অনীক মাহমুদের সঙ্গে অতিথিরা
অনীক মাহমুদের সঙ্গে শারমিন সুলতানা তন্বী
অনুষ্ঠান শেষে ইনশ রিসোর্টে প্রাণোচ্ছ্বল আড্ডার একফাঁকে আবিদ আনোয়ার, অনীক মাহমুদ, রুমা মোদক ও শারমিন সুলতানা তন্বী।
অনুষ্ঠান শেষে ইনশ রিসোর্টে প্রাণোচ্ছ্বল আড্ডার একফাঁকে আবিদ আনোয়ার, অনীক মাহমুদ ও রুমা মোদক ।
অনুষ্ঠান শেষে ইনশা সেন্টারে প্রাণোচ্ছ্বল আড্ডায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল যূথী, মিসেস আবিদ আনোয়ার, অনীক মাহমুদ, আবিদ আনোয়ারসহ অন্যরা
মাসুমা খানম, জান্নাতুল যূথী ও অনীক মাহমুদ
অনুষ্ঠানের এক ফাঁকে মাসুমা খানম, জান্নাতুল যূথী, মিসেস আবিদ আনোয়ার ও অনীক মাহমুদ।
ইনশা সেন্টারে অনুষ্ঠান শুরুর আগে সঞ্চালক শারমিন সুলতানা তন্বী ও স্বাগত বক্তা ইসরাফিল হোসেন
ইকবাল আহমেদ নিশাতের হাতে বিশেষ স্মারক তুলে দিচ্ছেন অনুষ্ঠানের সভাপতি বিলু কবির ও প্রধান অতিথি আবিদ আনোয়ার। তাদের পাশে অনীক মাহমুদ।
শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি আবিদ আনোয়ার।
চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন পুরস্কার কমিটির সদস্য সচিব ইসরাফিল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করছেন শারমিন সুলতানা তন্বী।
কবিতায় চিন্তাসূত্র পুরস্কার গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখছেন মাহমুদ কামাল।
প্রবন্ধে পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখছেন অনীক মাহমুদ।
কথাসাহিত্যে পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখছেন রুমা মোদক।
চিন্তাসূত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের ফাঁকে উন্মুক্ত আড্ডায় আবিদ আনোয়ার, মাহমুদ কামাল, হেলাল উদ্দিন হৃদয়, সাইফ বরকতুল্লাহসহ অন্য অতিথিরা।