ভুবনজুড়ে রূপের বাহার
হলুদ রঙের হলদে পাখি,
নাচল টিয়া, খুললো আঁখি,
প্রজাপতি মেললো ডানা,
রঙ ছিটিয়ে লিখলো চিঠি;
আমার কি নেই জাদুর কাঠি?
এই দেখো ভাই পেখম খানি!
ময়ূর হাসে অট্টহাসি;
শুধায় এসে বনের রানি-
হাসছো কেন ছোট্ট প্রাণী?
হাসবো না তো নাচবো না কি!
তুমি তো ভাই করলে সে ভুল,
আমি অতি ছোট্ট নাকি?
আমারও যে আছে আকার,
রূপের বাহার হাজার হাজার,
লোকে আমার কদর করে,
ভালোবেসে প্রেমে পড়ে।
আমি যে ভাই এ ভুবনের
শ্রেষ্ঠ অলঙ্কার।
অন্তর বিধান
লবণ-লবণ স্বাদ যে মিঠা;
শুনতে কেমন লাগে!
ভালোবাসায় নুনের পাহাড়—
মুগ্ধ মধুর লাগে,
দস্যিরানি গোলাপ কলি;
গন্ধ ছড়ায় রাতে;
কেমন লাগে বলো তখন,
বিঁধলো যখন হাতে।
অপরাজিত
রক্ত খামে খোলা চিঠি—
পড়বে যখন মা,
অশ্রুপাতে সোনার কালি—
মুছতে পারবে না।
জন্মভূমি স্বাধীন করি-
বুঝলি সোনা মা!
দেশদ্রোহীদের মারতে কবু
ভয় যে করি না।
মন্তব্য