চড়ুই পাখির ছানা
চড়ুই পাখির দুটি ছানা
খুড়-কুটোতে থাকে
মা-পাখিটা বুকের ভেতর
আগলে তাদের রাখে।
কিচির-মিচির ভাষায় তাদের
কথা যে হয় কত
হাজার রকম বায়না আছে
মায়ের কাছে যত।
দিনের পর দিন মা-পাখিটা
দিয়ে পাখার ওম
বড় করে বাচ্চাগুলো
কার চেয়ে বা কম।
ধীরে ধীরে ছানাদেরও
পালক ওঠে গায়ে
তারা তখন হাঁটতে শেখে
ভর করে দুই পায়ে।
মায়ের সাথে দূর আকাশে
উড়বে মনে সাধ
হঠাৎ কিছু দুষ্ট ছেলে
দেয় খুশিতে বাধ।
বাচ্চা নিয়ে পালায় তারা
মায়ের অগোচরে
ছানার শোকে মা পাখিটা
আর ফেরে না ঘরে।
ইচ্ছে ঘুড়ি
ভর দুপুরে খাঁ খাঁ রোদে
প্রকৃতি নিঝঝুম
নানা রকম ভাবনা খোকার
চোখেতে নেই ঘুম।
ফুল হয়ে সে ফুটবে ভোরে
পাখি হয়ে উড়বে
ঘুড়ি হয়ে আকাশজুড়ে
ইচ্ছেমতো ঘুরবে।
মাঞ্জা দেওয়া সুতোয় বাঁধা
রঙের সেকি বাহার
মন খুশিতে পাড়ি দেবে
মেঘের যত পাহাড়।
চাঁদ তারাদের বন্ধু হয়ে
থাকবে মিলেমিশে
নেই তো পড়ার ঝুট-ঝামেলা
ভাবনাটা আর কিসে?
ঈদের খুশি
রমজানেরই রোজার পরে
ঈদের খুশি আসে
ছেলে-বুড়ো সবার চোখে
খুশির আবেশ ভাসে
নতুন জামা নতুন জুতো
মজার মজার খাবার
যাদের সাথে হয় না দেখা
তাদের সঙ্গ পাবার
একটি দিনের খুশির তরে
কত আয়োজনে
ঈদের দিনের সমান শুভ
হোক মানুষের মনে।
নেই তো খাবার নতুন জামা
তাদের পাশে দাঁড়াই
তারাও মানুষ আমরা চলো
দানের হাতটা বাড়াই।