একথা বলা অন্যায্য হবে না যে, চিন্তাসূত্র প্রবীণ-খ্যাতিমানের পাশাপাশি নবীন, অতি-নবীনের লেখারও পরিচর্যা করে। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন ‘প্রথম গল্প’। এই সংখ্যায় প্রকাশিত হলো লেখকের প্রথম গল্প। অথচ এসব গল্প কী দীপ্তিময় ও সুদৃপ্ত, উজ্জ্বল ও কান্তিময়! কোনো কোনো গল্পে জীবনের কোমল রূপ প্রকাশিত হয়েছে, কোনোটাই আবার কঠিন ভাষ্যও রয়েছে। এসব গল্প দীর্ঘসময় ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পাঠের আনন্দ আছে, সম্মোহন আছে। আছে পলকহীন তাকিয়ে থাকার মুগ্ধতাও।—কমল ঠাকুর
সূ । চি
জোছনায় খেয়ে যায় মাংসের শরীর ॥ মিলন আশরাফ
কী সংগীত ভেসে আসে ॥ মহুয়া দাস
সাপ আর হিসহিসের গল্প ॥ অলাত এহ্সান
নির্বাক টাইপ মেশিন ॥ রফিকুজ্জামান রণি
মন্তব্য