চিন্তাসূত্র ডেস্ক
শিল্প-সাহিত্য-সংস্কৃতির ওয়েবম্যাগ চিন্তাসূত্র থেকে গবেষণা পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পত্রিকাটির নাম যথারীতি ‘চিন্তাসূত্র—শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক গবেষণা পত্রিকা’। প্রথম সংখ্যা (জুলাই-ডিসেম্বর-২০২২) প্রকাশিত হবে ডিসেম্বর (২০২২)। প্রথম সংখ্যার জন্য গবেষকদের কাছ থেকে গবেষণা-প্রবন্ধ আহ্বান করা হচ্ছে। লেখা পাঠানোর শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২২। লেখা পাঠানোর মেইল: chintasutra551@gmail.com
চিন্তাসূত্র গবেষণা পত্রিকায় লেখার নিয়মাবলি
১। গবেষণা প্রবন্ধের কম্পোজ করা পাণ্ডুলিপির এককপি এমএসওয়ার্ড ফাইল সুতন্বী এমজে, এককপি পিডিএফ করে ইমেইলে পাঠাতে হবে।
২। প্রবন্ধের মূল পাঠ এ-ফোর কাগজে ১৪ পয়েন্ট বাংলা ‘সুতন্বী এমজে’ফন্টে প্রতি দুই লাইনের মাঝখানে ১.৫ ফাঁক রেখে দুই দিকে সমতা (জাস্টিফায়েড) বিধান করে কম্পোজ করতে হবে।
৩। প্রবন্ধের প্রথম পৃষ্ঠায় লেখার শিরোনাম, লেখকের নাম, প্রাতিষ্ঠানিক পরিচিতি/ পদবি, ঠিকানা, মোবাইলফোন নম্বর, ইমেইল উল্লেখ করতে হবে। মূল প্রবন্ধ শিরোনামসহ দ্বিতীয় পৃষ্ঠা থেকে শুরু হেবে। দ্বিতীয় পৃষ্ঠায় লেখকের নাম-ধাম থাকবে না।
৪। প্রবন্ধের শব্দসংখ্যা নিচে ৩২০০, ওপরে ৮০০০ হবে।
৫। প্রবন্ধ বাংলা একাডেমির ‘আধুনিক বাংলা অভিধান’ অথবা ‘সংসদ বাংলা অভিধান’-এর বানানরীতি অনুসরণ করতে হবে।
৬। প্রবন্ধের শুরুতে বাংলায় ১০০ শব্দের সারসংক্ষেপ থাকতে হবে।
৭। প্রবন্ধের মূল পাঠে অন্য উৎসের সংক্ষিপ্ত উদ্ধৃতি থাকলে তা একই অনুচ্ছে উদ্ধৃতি চিহ্ন (“ ”) ও সূত্রসহ উল্লেখ করতে হবে। তবে, উদ্ধৃতির শব্দসংখ্যা ২৫-এর বেশি হলে তা মূল পাঠের নিচে বাম দিকে হাফ ইঞ্চি ভেতর থেকে ১২ পয়েন্টে সূত্রসহ উল্লেখ করতে হবে। তবে, এক্ষেত্রে উদ্ধৃতিচিহ্ন ব্যবহারের দরকার নেই। কবিতার উদ্ধৃতিতে মূলের পঙ্ক্তিবিন্যাস অক্ষুণ্ন থাকবে। উদ্ধৃতির ক্ষেত্রে মূল বানান অক্ষুণ্ন থাকবে। উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে অধিসংখ্যা বা সুপারস্ক্রিপ্ট দিয়ে (১, ২, ৩) নির্দেশ করতে হবে। তথ্যসূত্র শিকাগো পদ্ধতিতে ব্যববার করতে হবে।
৮। প্রবন্ধের মূল পাঠের শেষে সহায়কপঞ্জি উল্লেখ করতে হবে।
৯। গ্রন্থের লেখক একাধিক থাকলে, সবার নাম উল্লেখ করতে হবে।
১০। অমনোনীত লেখার পাণ্ডুলিপি ফেরত দেওয়া হয় না। প্রবন্ধ প্রকাশিত হলে লেখক কপি (২ কপি) ও সম্মানী পাবেন।