চিন্তাসূত্রের নভেম্বর সংখ্যার বিশেষ আয়োজন ছোটগল্প। অর্থাৎ ছোটগল্প বিষয়ক প্রবন্ধ–নিবন্ধ, ছোটগল্প ও তরুণ গল্পকারদের ভাবনা। তরুণ গল্পকারদের ভাবনাপর্বে ছোটগল্পের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে কথা বলেছেন কথাশিল্পী হোসনে আরা জাহান।
চিন্তাসূত্র: আপনি কেন ছোটগল্প লিখছেন?
অদৃশ্য কোনো শক্তি আমাকে দিয়ে আসলে লিখিয়ে নেয়। মূলত না লেখা পর্যন্ত অন্তরাত্মা প্রশান্তি পায় না বলেই ছোটগল্প লিখি। যেমন করে কবিতা লেখা হয়ে যায়, ঠিক তেমন করেই ছোটগল্পও লেখা হয়ে যায়।
চিন্তাসূত্র: আপনার গল্পের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত?
আমার ছোটগল্পকে আমি সহজ ও প্রাঞ্জল ভাষায় বুনে থাকি। গল্প বলার নাটকীয় ঢঙে পাঠকের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই। একইসঙ্গে গল্পটি শেষ হওয়ার পর পাঠকের মনে অতৃপ্তির বোধ তৈরি হোক, এমন আবহ সৃষ্টি করতে চাই।
চিন্তাসূত্র: একটি ছোটগল্পে পাঠক কী পেতে পারে?
আমি নিজে একজন পাঠক হিসেবে গল্প পড়ার পর নিজের ভেতর পরম অতৃপ্তির বোধ চাই। চাই গল্পের ভাষা ও বুনন সহজ আনন্দময় হোক। চাই গল্পের ভেতর দিয়ে আমার কাছে একটা তথ্য নতুনভাবে পৌঁছাক।
চিন্তাসূত্র: একজন কবি যখন একজন গল্পকারও, তখন তার গল্পের প্রভাব কেমন হতে পারে?
এটা বলা আসলে মুশকিল। আমার মনে হয়, একজন কবির ছোটগল্প পাঠককে প্রভাবিত করতে পারে। পাঠক আরও ভালো বলতে পারবেন।
চিন্তাসূত্র: একটি ছোটগল্পে যৌনতাকে কিভাবে নান্দনিক করা যেতে পারে?
গল্পের প্রয়োজনে ছোটগল্পে যৌনতা ঠাঁই পেতেই পারে। আমি মনে করি, শব্দের নিপুণ ব্যবহার ও চিত্রকল্প নির্মাণের মাধ্যমে যৌনতাকে এক অনন্য সৌন্দর্য দেওয়া সম্ভব।
চিন্তাসূত্র: কোন শ্রেণীর ছোটগল্প সবচেয়ে বেশি পাঠকসমাদৃত হয় বলে মনে করেন?
সরল ভাষায় লেখা যে ছোটগল্প পড়ে পাঠক নিজের অজান্তেই জীবনের নিগূঢ় রহস্য নিয়ে ভাবতে বসে যান, সেটিই সবচেয়ে বেশি পাঠক সমাদৃত হয়। যেমন রবীন্দ্রনাথের ‘ছুটি’, ‘পোস্টমাস্টার’, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’, ও হেনরির The gift of the magi ইত্যাদি।
চিন্তাসূত্র: একটি কাহিনী বা গল্পকে ছোটগল্পে উত্তীর্ণ হওয়ার জন্য কোনো কোনো শর্ত পূরণ করতে হয়?
ছোটগল্পে নিতান্ত সরল ভাষায় নির্মিত শৈল্পিক চিত্রকল্প জীবনের গভীর রহস্যকে পাঠকের সামনে আরও রহস্যময় করে তুলবে। গল্পটি শেষ হওয়ার পরও মনে হবে আরও বাকি রয়ে গেছে।
চিন্তাসূত্র: ছোটগল্প নিয়ে আপনার নিরীক্ষা বা পর্যবেক্ষণ কোনো ফল দিতে পেরেছে?
এটা আসলে আমি এখনো জানি না। আমি তো আমার মতো করে গল্প লিখছি। বাকিটা পাঠক বলবেন।
চিন্তাসূত্র: আপনার ছোটগল্প নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
কবিতার মতো ছোটগল্প লেখা নিয়েও আমার ভেতরে এক ধরনের অতৃপ্তি কাজ করে। মনের মতো একটা কবিতা লেখার যে আকুতি ভেতরে লালন করি, তেমনই একরকম আকুতি ছোটগল্পের জন্যও বোধ করি। ভবিষ্যতে আরও ভালো কিছু গল্প লিখতে চাই।
চিন্তাসূত্র: মানুষের কল্যাণে আপনার গল্প কী ভূমিকা রাখতে পারে?
আমার গল্পে আমাদের যাপিত জীবনের ছোট ছোট সত্যকে আমি পাঠকের সামনে হাজির করতে চাই।