চিন্তাসূত্র: এবারের বইমেলায় আপনার কী কী বই আসছে? প্রকাশক কে? প্রচ্ছদ কে করেছেন? প্রকাশিত বই সম্পর্কে কিছু বলুন।
পলি শাহীনা:এবারের অমর একুশে বইমেলায় আমার একটি গল্পগ্রন্থ এসেছে। বিদ্যাপ্রকাশ হতে বইটি প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। বইটিতে ষোলোটি গল্প রয়েছে, বেশিরভাগ গল্প নেওয়া হয়েছে প্রবাসী জীবনের আরশি থেকে। প্রাত্যহিক জীবনে চারপাশে ঘটে যাওয়া ঘটনা, একাকীত্ব, দৈনন্দিন ক্লান্তি, দেশপ্রেম, স্মৃতি, নাগরিক জীবনের টানাপড়েন গার্হস্থ্য নিপীড়ন, করোনাকালীন অসুস্থ পৃথিবীর কথাসহ নিখাদ প্রেমের গল্প এই বইয়ের উপজীব্য বিষয়।
চিন্তাসূত্র: সারাবছর লেখক-প্রকাশক বই প্রকাশ না করে এই একুশে বইমেলা এলেই বই প্রকাশের প্রতিযোগিতায় নামেন। মেলাকেন্দ্রিক বই প্রকাশকে আপনি কিভাবে দেখেন?
পলি শাহীনা: একুশে বইমেলা লেখক-প্রকাশকের কাছে উৎসবের মতো। আমি এই বইমেলাকে কেন্দ্র করে বিদেশ হতে দেশে এসেছি। তবে মেলাকেন্দ্রিক চাপ সামলাতে গিয়ে বই প্রকাশের প্রক্রিয়ায় প্রকাশককে বেশ বেগ পেতে হয় বলে অনেক সময় নানান ত্রুটি চোখে পড়ে। গোটা বছরজুড়ে বই প্রকাশ হলে বোধ করি প্রুফ রিডিং, বাঁধাই, প্রচ্ছদসহ বই প্রকাশের অন্য প্রক্রিয়াগুলো আরও জুতসই হবে।
চিন্তাসূত্র: একুশে বইমেলা বাংলাদেশের সাহিত্যে কী ধরনের প্রভাব ফেলছে?
পলি শাহীনা: একুশে বইমেলা লেখকের মহা-মিলনমেলা। একুশে বইমেলাকে উপলক্ষ করে লেখক মনোযোগ দিয়ে নিয়মিত বই লেখেন, বহুদিনের ফেলে রাখা লেখাটি সম্পন্ন করেন, একে অন্যের বই কেনেন, পড়েন। লেখক, একে অন্যের কল্পনাশক্তি, জ্ঞান, লেখার সৌকর্য, অভিজ্ঞতার সঙ্গে পরিচিত ও সমৃদ্ধ হোন।
চিন্তাসূত্র: একুশে বইমেলা প্রকাশনা শিল্পে তরুণদের উৎসাহিত করার ব্যাপারে কী ধরনের ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন?
পলি শাহীনা: জাতির মননের আঁতুড়ঘর হলো তার বইয়ের জগৎ। দিনরাত্রি স্ক্রিনে আটকে থাকা বর্তমান তরুণ প্রজন্ম একুশে বইমেলাকে কেন্দ্র করে বইয়ের কাছে যায়, বই কেনে, পড়ে। ভাষা আন্দোলনের মাসে বইমেলাকে কেন্দ্র করে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনসহ তাদের অমূল্য ত্যাগের কথা স্মরণ করে। সর্বজনীন সমাদৃত ইংরেজি ভাষার আধিপত্যের এই সময়টায় বইমেলা উপলক্ষে মাতৃভাষার প্রতি তরুণ প্রজন্মের ভালোবাসা দৃঢ হয় বলে আমার ধারণা।
চিন্তাসূত্র: প্রকাশনা উপকরণের সহজলভ্যতার কারণে যে কেউ ইচ্ছা করলেই বই প্রকাশ করতে পারেন। এতে বছর বছর বাড়ছে বইয়ের সংখ্যা। বইয়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মান বৃদ্ধি ঘটছে না বলে অনেকেরই অভিযোগ; বিষয়টিকে আপনি কিভাবে দেখেন। বই প্রকাশের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নীতিমালা প্রয়োজন আছে কি?
পলি শাহীনা: বই প্রকাশের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা যেমন, পান্ডুলিপি বাছাই, প্রুফ সংশোধন সমিতি ইত্যাদি থাকলে লেখক আরও পরিশ্রম করবেন, সচেতন হবেন, নিজেকে লেখার জন্য প্রস্তুত করে তুলবেন। ফলস্বরূপ, পাঠক মানসম্পন্ন বই পাবেন।