আজ ৬ অক্টোবর। আজ কথাশিল্পী শাপলা সপর্যিতার জন্মদিন। ১৯৭৪ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
মূলত কথাশিল্পী হলেও তিনি কবিতা ও গদ্যেও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রথমসারির দৈনিকের সাহিত্যপাতা থেকে শুরু করে ছোটকাগজে নিয়মিত লিখে চলেছেন তিনি। এখনপর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা দুই। দুটিই কিশোর সাহিত্যের বই। বইগুলো হলো, ‘টাইম মেশিন’ ও ‘গুপ্তহত্যা, অতঃপর’। লেখকের ‘টাইম মেশিন’ সম্পর্কে সমালোচকের মূল্যায়ন, ‘প্রতীকী অর্থে যদি বলি, তবে আমার দৃষ্টিতে টাইম মেশিন হচ্ছে মানুষের কল্পনাশক্তি। একজন মানুষ অতীতকে কতটুকু ধারণ করতে পারে এবং ভবিষ্যৎকে কতটুকু উপলব্ধি করতে পারে, সেটার সমীকরণই হচ্ছে টাইম মেশিন। এক্ষেত্রে একজন লেখক বা কবিই একটি যথার্থ টাইম মেশিন। টাইম মেশিন তার মস্তিষ্ক। সে হিসেবে লেখক আসমা সুলতানা শাপলার টাইম মেশিনটিও সফল। ’
পেশায় শিক্ষক এই লেখকের গদ্যে পাণ্ডিত্যের কোনো ছাপ নেই, আছে মুগ্ধতার প্রকাশ। যেকোনো বিষয়কে আত্মস্থ করে নিজের মতো করে ব্যাখ্যা করতে জানেন এই লেখক। এ কারণে তাঁর গদ্য পড়ে, মূল কবিতা-গল্পপাঠে পাঠকের আগ্রহ জাগে সহজে। গল্পে তিনি মানুষের প্রাত্যহিক জীবনের কথাই কেবল বর্ণনা করেন না, একইসঙ্গে অন্তর্জগতের বিষয়কেও ব্যাখ্যা করেন। তাঁর কবিতাও খুব সহজ-সরল ভাষায় বর্ণিত। তিনি নিজের এই ভাষাভঙ্গির নাম দিয়েছেন ‘দেহাতিভাষা’। প্রকাশের অপেক্ষায় রয়েছে, তার সমাত্মজীবনী ‘নারী’ উপন্যাস ‘আসক্তি’, গদ্যের বই ‘কবিতার ডিসেকশন’ ও কবিতার বই ‘দূরত্ব সিরিজ’।