কথাশিল্পী বুদ্ধদেব গুহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মঙ্গলবার (৩ আগস্ট ) তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বুধবার (৪ আগস্ট) পশ্চিমবঙ্গভিত্তিক গণমাধ্যম-সূত্রে এ তথ্য জানা যায়।
গণমাধ্যমগুলো জানায়, ৩ দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেব গুহ। শ্বাসকষ্ট ছাড়াও বুদ্ধদেবের মূত্রনালিতে সংক্রমণ, লিভার ও কিডনিতে সমস্যা, অ্যামোনিয়ার মাত্রা বেশি। দৃষ্টিশক্তিরও সমস্যা রয়েছে। প্রয়োজনে তাকে প্রতি মিনিটে দুই লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে।
বুদ্ধদেব গুহের চিকিৎসায় বোর্ড গঠন করা হয়েছে। ইতোমধ্যে তার করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে, তিনি আবারও করোনায় আক্রান্ত হয়েছেন কি না।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের এপ্রিলে শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুদ্ধদেব গুহকে। সেবার তিনি ৩৩ দিন হাসপাতালে ছিলেন।
উল্লেখ্য, বুদ্ধদেব গুহের জন্ম ১৯৩৬ সালের ২৯ জুন। কলকাতায়। উইকিপিডিয়া বলছে, সাহিত্য-রচনায় মস্তিষ্কের তুলনায় হৃদয়ের ভূমিকা বড়, এই মতে তিনি বিশ্বাসী।
তার উল্লেখযোগ্য বইগুলো হলো, কোজাগর, আয়নার সামনে, অভিল্বাহিক, অববাহিকা, অবরোহী, অদ্ভুত লোক, আলোকঝারি, অনবেষ, বাবলি,
বাজে চন্দনপুরের কড়চা, বাংরিপোসির দু রাত্রির, বাসনাকুসুম, বাতি ঘর, পরিযায়ী, একটু উষ্ণতার জন্য, গুঞ্জা ফুলের মালা, হলুদ বসন্ত, জঙ্গল মহল, জলছবি, সুখের কাছে, এক ঘরের দুই রাত প্রভৃতি।