চিন্তাসূত্র ডেস্ক
ছোটগল্পের জন্য শেরপুর ‘সংস্কৃতি পরিষদ সম্মাননা-২০২২’ পেলেন শারমিন সুলতানা। শনিবার (১২ মার্চ) বগুড়ার শেরপুলে গুণীজন সম্মাননা ও বাংলা গানের অনুষ্ঠান আমার মুক্তি আলোয় আলোয়’ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুর সংস্কৃতি পরিষদের সভাপতি নাহিদ হাসান রবিন।
এছাড়া আরও যারা সম্মাননা ফেরেন তারা হলেন, মামুন মুস্তাফা (কবিতায়), আবু সাঈদ ফকির (ছড়ায়), নব ভাবনা সাহিত্য পত্রিকা, সাংবাদিকতায় সুমনা রায়, এসএম আমিনুল মোমিন, সবুজ চৌধুরী, একেএম জাহাঙ্গীর ইসলাম, মোল্লা মো. এমরান আলী রানা, দীপক কুমার সরকার, শামীম সরকার বিদ্যুৎ, নৃত্যশিল্পে বিশেষ অবদান রাখায় রেবেকা সুলতানা মৌসুমী, সংগীতে বিমল কবিরাজ, সেলিনা সুলতানা লিখন, দিল আফরোজা বানু, আফরিন ইবনাত ইভা, শিশু সংগীতশিল্পী রেজওয়ান হাসান শিশির, অনসূয়া ভট্টাচার্য, ঐশ্বর্য বাগচী ও আজমাইন আরহাম প্রান্ত। এছাড়া গৌরদাস রায় চৌধুরী, ডা. মো. রায়হান, ডা. মো. মনিরুজ্জামান স্বপন ও মাহফুজার রহমানকে স্ব-স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে।