আজ ১৭ জুলাই, আজ কবি সেলিনা শেলীর জন্মদিন। ১৯৬৭ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। মূলত কবি হলেও লিখেছেন কবিতাবিষয়ক একাধিক গদ্যের বই। তাঁর উল্লেখযোগ্য কবিতার বই হলো, ‘অন্ধকার হে অন্তর্গত’, ‘নিভে আসে সূর্যসকাল’ ও ‘চিতাচৈতন্যের গান’। গদ্যের বই ‘কতিপয় কবিতার কথা’, ‘সেদিন কী দিন ছিল এদিন কী দিন’ ও ‘কবিতার ব্যঞ্জন ও ব্যঞ্জনা’। আজ এই কবির ৫০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে চিন্তাসূত্রের বিশেষ নিবেদন:
সেলিনা শেলীর কবিতা নিয়ে দুছত্র ॥ আবুল মোমেন
পাখিদের গল্প থাকে, নদীদেরও ॥ আবু হাসান শাহরিয়ার
কবিতা কখনোই ছন্দহীন ছিল না ॥ সেলিনা শেলী
সেলিনা শেলীর কবিতা: বোধের গহনে॥ মোহাম্মদ নূরুল হক
মন্তব্য